ক্লাব ইনসাইড

জাবির বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


প্রকাশ: 09/09/2023


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে স্নাতক চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ বৃত্তি প্রদান করা হয়।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার ও জাবি বিসিএস অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ আহাদ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পাঁচশ ক্যাডারের সমন্বয়ে আমাদের এই সংগঠন। সংগঠনের পক্ষ থেকে আজ আমরা বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করছি। আমরা এটির সম্প্রসারণ ও ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম বলেন, 'জাবি বিসিএস ফোরাম যে বৃত্তির আয়োজন করেছে তা মেধার মূল্যায়ন। আজ এখানে অনেক মেধাবির সম্মিলন হয়েছে। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও দশের সেবা করবে তা আশা করছি। জনগণের টাকায় আমরা মানুষ হয়েছি। আপনারা মান্যষের সেবা করবেন।'

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাবি বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, 'শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই এই শিক্ষার্থীরাও ভবিষ্যতে সফল হয়ে তাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করবে।'

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সাবেক কর কমিশনার বজলুর করিম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭