ওয়ার্ল্ড ইনসাইড

মোদি-বাইডেনকে প্রশ্ন করতে দেয়নি ভারত, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা


প্রকাশ: 10/09/2023


Thumbnail

নয়াদিল্লির লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতে যাওয়া সাংবাদিকদের যথাযথভাবে প্রশ্ন করার সুযোগ দেয়া হয়নি বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাংবাদিকদের দায়িত্ব পালনের সুযোগ বৃদ্ধির জন্য মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে দুই নেতাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হয়। এর আগের দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭