ইনসাইড বাংলাদেশ

সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

জাতীয় সংসদ আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা পুননির্ধারণ সংক্রান্ত খসড়া চূড়ান্তের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হবে।

বুধবার দুপুরে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান ।

নির্বাচন কমিশন (ইসি) সচিব বলেন, বুধবারের মধ্যে খসড়ার তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারো আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।


বাংলা ইনসাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭