ইনসাইড বাংলাদেশ

৭ সদস্যের মেডিকেল টিম নেপাল যাচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

বাংলাদেশ থেকে ৭ সদস্যের একটি মেডিকেল টিম আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নেপালের কাঠমান্ডু যাবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির প্রতিষ্ঠাতা ডা. সামন্ত লাল সেন বুধবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এ ঘটনার মৃতের সংখ্যা ৫০ জন।

বিমান বিধ্বস্ত হয়ে হাসপাতালে এখনও যারা চিকিৎসাধীন রয়েছে তাদের শরীরের বেশিরভাগ জায়গাই পুড়ে গেছে। আহত এই সব পোড়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিতে বাংলাদেশের ৭ সদস্যের মেডিকেল টিম আগামীকাল রওনা দিবে বলে জানা যায়।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭