ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়া থেকে এক মাত্র যে জি-২০ শীর্ষ সন্মেলনে আমন্ত্রণ পেয়েছে। সুতরাং অবশ্যই ভূরাজনীতিতে এটি একটা আলাদা গুরুত্ব বহন করে। যদিও জি-২০ সন্মেলনে অর্থনৈতিক বিষয়গুলো বেশি করে আলোচনা করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ তো এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। এছাড়া জি-২০ সন্মেলনে সেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ছিল, অন্যান্য দেশগুলোও ছিল সেটা তো অবশ্যই আমাদের কূটনীতির জন্য একটা বড় সুযোগ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা যে দেশগুলো আছে সেখানে আমাদের একটা বড় মার্কেট রয়েছে। সুতরাং জি-২০ সন্মেলনে বাংলাদেশের উপস্থিতি একটা বড় সুযোগ। কারণ সেখানে রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশের সরকার প্রধানগণ উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ সবার দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আলাদা একটি গুরুত্ব পেয়েছে।
সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সন্মেলন শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ শীর্ষ সন্মেলনে বাংলাদেশের প্রাপ্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন। পাঠকদের জন্য অধ্যাপক ড. আমেনা মহসিনের সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের নিজস্ব প্রতিবেদক শান্ত সিংহ।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। কিন্তু রাস্তবতা হলো পররাষ্ট্র নীতি একটা সেলফির ওপর নির্ভর করে হয় না। বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি একটা সৌজন্যের ব্যাপার মাত্র। এটা খুব ভালো বিষয়। তবে সবচেয়ে বড় কথা হলো বাইডেনের সাথে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক কখনো খারাপ ছিল না। জো বাইডেন এবং প্রধানমন্ত্রী উনারা দু’দেশের প্রতিনিধিত্ব করেছেন, সেখানে এক ফাঁকে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
ড. আমেনা মহসিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কিছু ইস্যুতে টানাপোড়েন আছে এটা ঠিক। কিন্তু তাই বলে একটা ছবি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নির্ধারণের মাপ কাঠি হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। দু’একটা ইস্যুতে টানাপোড়েন মানে দু দেশের মধ্যে সম্পর্ক খারাপ সেটা কখনোই সঠিক নয়। বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি এটা নিসন্দেহে ভালো ব্যাপার। কিন্তু তাই বলে একটি ছবি দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু গড়ে দেবে তেমনটিও নয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট এর ঢাকা সফর প্রসঙ্গে অধ্যাপক মহসিন বলেন, ইউরোপীয় ইউনিয়নে আমাদের একটা বড় বাজার রয়েছে। বিশেষ করে গার্মেন্টস মার্কেট। সুতরাং ম্যাক্রোঁর সফর আমার মনে হয় একটা বড় সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। বাংলাদেশ যে ভিজিবিলিটি পাচ্ছে সেটা তো অনেক বড় ব্যাপার। ভিজিবিলিটি না পেলে তারাই বা আসবেন কেন কিংবা জি-২০ শীর্ষ সন্মেলনে আমন্ত্রণ জানাবে কেন। বাংলাদেশ তাদের দৃষ্টিগোচর হচ্ছে বলেই তো তারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ জি-২০ শীর্ষ সন্মেলনে আমন্ত্রণ পাচ্ছে। এটা একটা বড় অর্জন।