ইনসাইড গ্রাউন্ড

আজও কি বৃষ্টি হবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

ফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু নির্দিষ্ট সময়ে ম্যাচটা শুরু হতে পারবে কিনা তা নিয়ে রয়েছ সন্দেহ!

দুই দেশের লড়াইয়ের উত্তেজনায় সংশয় জুড়ে দিয়েছে শ্রীলংকার আবহাওয়া অদিদপ্তর। গত কয়েক দিন ধরেই হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি নামছে শ্রীলঙ্কায়। বৃষ্টির কারণে গত পরশু শ্রীলঙ্কা-ভারতের ম্যাচটা নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর মাঠে গড়ায়। ম্যাচের দৈর্ঘ্যও কমে যায়। তার আগে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার আগেও বৃষ্টি হানা দিয়েছিল। আজও নাকি সেই সংশয় আছে।

গুগোলের আবহাওয়ার খবরে বলা হয়েছে শ্রীলঙ্কায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা নাগাদ টানা বৃষ্টি হতে পারে। ঘণ্টায় পাঁচ থেকে সাত কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে। এই শঙ্কা সত্য হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও বিলম্বিত হতে পারে। আবার বৃষ্টির বাধা বেশি হলে ম্যাচ নাও হতে পারে।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭