কালার ইনসাইড

এ সপ্তাহের ঢালিউড ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

শাহরিয়াজ ও জলি জুটির প্রথম ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।

পরিচালক নাদের চৌধুরী বলেন, “ভালো গল্পের একটি ছবি এটি, দর্শক পছন্দ করবে বলে আমি আশা করি। আমাদের জীবন হাজারো ঘটনার সংমিশ্রণ। এই ছবিতে আমি বাংলার কিছু জীবনের গল্প তুলে আনার চেষ্টা করেছি। দর্শক পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে। আমার ছবিটি ৪০টির মতো সিনেমা হলে মুক্তি দেবো। চাইলে একশ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া যেত। কিন্তু ব্যবসায়িক দিক চিন্তা করে ছবিটি কম হলেই মুক্তি দেওয়া হচ্ছে।”

নায়ক শাহরিয়াজ বলেন, “এখন ছবির প্রচার নিয়ে একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলছি। আগামীকাল দর্শকের সঙ্গে বসে ছবি দেখার ইচ্ছা রয়েছে। ঢাকার আশপাশের হলগুলোতে আগামীকাল দর্শকের সঙ্গে দেখা করব।”

দর্শক ছবিটি কেন দেখবে—জানতে চাইলে নায়িকা জলি বলেন , “আসলে আমরা সবাই তো কোনো না কোনো গ্রাম থেকেই এসেছি। প্রায় সবারই শিকড় গ্রামে, এখনো আমরা কোনো ছুটি পেলে গ্রামের বাড়িতে চলে যাই। ঈদের মতো ছুটিতে শহরগুলো পাকা হয়ে যায়। এই ছবির মাধ্যমেও দর্শক নিজের গ্রাম থেকে ঘুরে আসতে পারবেন। সেই ধান কাটা, নবান্ন, নদী, সঙ্গে পাবেন গ্রামীণ জীবনের একটি গল্প। যে কারো মনে হবে, নিজের পরিচিত জীবনের গল্প দেখছেন পর্দায়। অনেক দিন পর দর্শক এমন জীবননির্ভর গল্প দেখবেন এবং তা পছন্দ করবেন বলে আমি মনে করি।” 

ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। শাহরিয়াজ ও জলি ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭