ইনসাইড বাংলাদেশ

সাংবাদিকদের চাপে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 12/09/2023


Thumbnail

সরকার কোনো বিদেশি চাপে নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ ইনোভেশন আড্ডা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার কোনো বিদেশি চাপের মধ্যে নেই। সাংবাদিকরা আছেন এবং আপনারা আমাদেরকে চাপের মধ্যে ফেলতে চান।’
 
এ সময় স্যাটেলাইট বিষয়ে মন্ত্রী বলেন, ‘রাশিয়ার সুদের হার বেশি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সার্ভিস ভালো হওয়ায় ফ্রান্সের সঙ্গে স্যাটেলাইট স্থাপনের চুক্তি করেছে বাংলাদেশ।’
 
তিনি দাবি করেন, ‘জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সার্থক হয়েছে।’
  
বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো আছে দাবি করে তিনি বলেন, ‘আর্জেন্টিনা আমাদের কখনো ভুলতে পারবে না। আমাদের গ্রামেগঞ্জেও আর্জেন্টিনার সমর্থক রয়েছে।’
 
তবে ভারতে তিস্তা ইস্যুতে আলোচনা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানেন না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭