ইনসাইড বাংলাদেশ

ভোটাধিকার ও দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান খালেদা জিয়ার


প্রকাশ: 13/09/2023


Thumbnail

বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে যান গণতন্ত্র মঞ্চের নেতারা।সেখানে ১৫ মিনিটের মতো অবস্থান করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু বাংলা গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামকে ভীষণ অসুস্থ দেখাচ্ছিল। উনাকে আগে কখনও এমন দেখিনি। উনার ইমিডিয়েট বিদেশে চিকিৎসা দরকার। চিকিৎসকেরা বলেছেন উনার লিভার ট্রান্সপ্লান্ট করানো অপরিহার্য। আমরা দ্রুত উনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।’

সাক্ষাতে কুশলের বাইরে নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন ও চলমান সরকারবিরোধী আন্দোলন নিয়েও কথা বলেন খালেদা জিয়া।

অন্যতম নেতা সাইফুল হক গণমাধ্যমকে জানান, ‘তিনি বলছেন, এই সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নই আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি তিনি উল্লেখ করেছেন তা হচ্ছে, চলমান সরকারবিরোধী আন্দোলন কোনও দলের নয়, এটা ভোটের, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন।’

বিএনপির চেয়ারপারসনকে উদ্ধৃত করে সাইফুল হক বলেন, ‘তিনি বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যারা আছেন আন্দোলনে সবাই সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকেন। রাজপথে শামিল থাকেন। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তার জন্য দোয়া করতে বলেছেন। তিনি গুরুত্বের সঙ্গে বলেছেন, ভোটাধিকার অর্জনের মধ্য দিয়ে একটা সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। সবকিছু ভেঙে পড়েছে। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সেই সিস্টেম গড়ে তুলতে হবে।’

খালেদা জিয়ার মনোবল অত্যন্ত শক্ত আছে বলেও জানান সাইফুল হক।

রাত পৌনে ১১টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ দলে ছিলেন আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭