ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়া থেকে কি মিত্র দেশ আর্মেনিয়াও দূরে সরে যাচ্ছে?


প্রকাশ: 13/09/2023


Thumbnail

এককালে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসাবে বিবেচিত হতো আর্মেনিয়া। কিন্তু প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া মস্কোর প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার তীব্র মনোযোগের এটিও একটি কারণ বলে মনে করা হয়। এছাড়া প্রতিবেশী আজারবাইজানের সাথে অব্যাহত উত্তেজনার মধ্যে আর্মেনিয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র পাওয়া কঠিন।

এদিকে আর্মেনিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে স্বাক্ষর করার পরিকল্পনা করছে। আর দেশটির এমন পরিকল্পনায় রাশিয়াও খুশি নয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর্মেনিয়ার আইসিসি সদস্যপদ নেওয়ার অর্থ পুতিন দেশটিতে সফর করতে পারবেন না।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র দেশগুলো যদি এভাবে দূরত্ব বজায় রাখে, তাহলে পুতিনকে কিম জং উনের সঙ্গে এই শীর্ষ বৈঠক সফল হওয়ার ব্যাপারে অধিক যত্নশীল হতে হবে। নিশ্চিত করতে হবে যেন এ বৈঠক অবশ্যই সফল হয়।

সূত্র: বিবিসি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭