ইনসাইড বাংলাদেশ

মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার


প্রকাশ: 13/09/2023


Thumbnail

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে মানুষকে সঠিকভাবে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, দুই লক্ষ মানুষের সম্মানের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা এসেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করতে হবে। এছাড়াও সকলকে দেশ প্রেমে উদ্ধত হওয়ার আহবান জানান তিনি।

 

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হল রুমে শ্রীবরদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা,  বীরমুক্তিযোদ্ধা,  জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

এসময় তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। মতবিনময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

 

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম,  শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ আহসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ উমর ফারুক, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো, আব্দুর রউফ মিয়া প্রমুখ।

 

বিভাগীয় কমিশনার পরে শ্রীবরদী পৌরসভা ও সীমান্ত জনপদের পর্যটনের জন্য সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শণ করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭