ওয়ার্ল্ড ইনসাইড

ইমরান খানের দল ‘পিটিআই’ নির্বাচনে অংশ নিতে পারবে, পাকিস্তান প্রধানমন্ত্রী


প্রকাশ: 13/09/2023


Thumbnail

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানা গেছে। এতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতা-কর্মীদের দায়ী করা হয়। এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, ওইদিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গিও একই ধরনের মন্তব্য করেন।

তিনি বলেন, পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনো বাধা নেই।

এ ব্যাপারে মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার। সূত্র: ডন নিউজ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭