ইনসাইড গ্রাউন্ড

পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় পেলো ব্রাজিল


প্রকাশ: 13/09/2023


Thumbnail

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে পেরুর রাজধানী লিমায় শেষ মুহূর্তে ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে কোনোমতে জয় নিয়ে ঘরে ফিরে এসেছে সেলেসাওরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে অন্তিত মুহূর্তের গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ১-০ গোলে হারিয়েছে পেরুকে।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। গোলখরায় ভোগা রিচার্লিসন কয়েকজনের মাঝখানে ঢুকে হেড দিয়ে বল জালে জড়িয়েছিলেন। তবে সেটি ভিএআরের কল্যাণে বাতিল করে দেন রেফারি। ফলে ম্যাচের জয় নির্ধারক গোলের জন্য সেলেসাওদের ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল।

বল দখলে বেশ এগিয়ে থাকলেও ম্যাচজুড়ে গোল পেতে ভুগতে হয়েছে লাতিন জায়ান্টদের। তবে ভিএআরে বাতিল হওয়া গোলটিসহ মোট দুবার পেরুর জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। অফসাইডের বাধায় দুটি গোলই বাতিল হয়েছে। ফিরতি বল পাওয়ার পর ১৭ মিনিটে যেমন রাফিনিয়া বল জালে জড়ান। এরপর আগের ম্যাচেও দারুণ প্রভাব রাখা ব্রুনো গিমারেসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রিচার্লিসন। সেই গোলটি ভিএআরের পাঁচ মিনিটের পরীক্ষার পর বাতিল হয়ে যায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আগামী মাসেই বাছাই পর্বে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর উরুগুয়েতে গিয়ে খেলবে পরের ম্যাচ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭