ইনসাইড বাংলাদেশ

ঢাকা-লন্ডন সংলাপে ‘বন্দি বিনিময় চুক্তি’: তারেককে নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব


প্রকাশ: 13/09/2023


Thumbnail

দুই বছর বিরতির পর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পঞ্চম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এবারের সংলাপে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ফলে সঙ্গত কারণেই লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়টি সামনে চলে এসেছে। 

এ ব্যপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন।

পররাষ্ট্রসচিব জানান, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন।


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিনিধি দলের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অুনষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে তাদের (যুক্তরাজ্য) আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। নির্বাচনে সহযোগিতা প্রয়োজন হলে তারা দিতে প্রস্তুত।

মাসুদ বিন মোমেন বলেন, তাদের বলেছি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা সক্ষম। সরকার সেলক্ষ্যে কাজ করছে।

এ ছাড়া সংলাপে মানবাধিকার, সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

উল্লেখ্য, ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পরের বছর প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন। ইতোমধ্যে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭