ইনসাইড গ্রাউন্ড

সাকিব-হৃদয়ের শতরানের জুটি


প্রকাশ: 15/09/2023


Thumbnail

সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রাখে ভারত। উভয় দলের বিপক্ষে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাট হাতে বাজে সময় পার করা লিটন দাসকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান শামি। দলীয় ১৫ রানে তানজিদ তামিমের উইকেটও হারায় বাংলাদেশ দল। বহুল প্রতীক্ষার পর একাদশে সুযোগ পাওয়া বিজয়ও এদিন ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। 

১১ বলে ৪ রান করে বাজে শট খেলে শার্দুল ঠাকুরের বলে আউট হন বিজয়। আর তাতে ২৮ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ দল। চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব ও হৃদয়। দুর্দান্ত ব্যাটিং করে এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে শতরানের জুটি। ব্যক্তিগত ৮০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭