ইনসাইড বাংলাদেশ

জাতীয় পার্টির মন: নারী না পুরুষের মতো?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/03/2018


Thumbnail

গাইবান্ধার উপ নির্বাচনে জাতীয় পার্টিকে সমর্থন করেছে বিএনপি-জামাত। তারা প্রকাশ্যে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়। এই তথ্য উঠে এসেছে বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপালে ইউএস বাংলার দুর্ঘটনা প্রসঙ্গে মূল আলোচনা হলেও, এতে চলমান রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য প্রসঙ্গ উঠে আসে।

বৈঠকে একজন নেতা, গাইবান্ধা প্রসঙ্গে বিএনপি-জাতীয় পার্টির ঐক্য নিয়ে কথা বলেন। একজন নেতা জাতীয় পার্টি প্রসঙ্গে মন্তব্য করেন ‘আমরা কি দুধ কলা দিয়ে সাপ পুষছি?’ একজন প্রবীণ সদস্য মন্তব্য করেন, ‘জাতীয় পার্টির মন নারীর মতো। কখন কোন দিকে যায় বোঝা দায়।’ এর প্রতিবাদ করেন একজন নারী সদস্য। তিনি বলেন ‘নারী পুরুষের চেয়ে অনেক বিশ্বাসী। জাতীয় পার্টির মন আসলে পুরুষের মতো।’ হাল্কা রসিকতা থামিয়ে, আওয়ামী লীগ সভাপতি বলেন ‘নির্বাচনের আগে জাতীয় পার্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে। জাতীয় পার্টির কোনো আদর্শ নেই। তাই লাভ-ক্ষতির হিসাব করেই তারা এগুবে।’ বৈঠকে জাতীয় পার্টিকে বিএনপি থেকে যেকোনো ভাবে আলাদা রাখার মত প্রকাশ করা হয়।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭