ইনসাইড গ্রাউন্ড

ম্যাচসেরা সিরাজ, টুর্নামেন্টসেরা কুলদ্বীপ


প্রকাশ: 17/09/2023


Thumbnail

এশিয়া কাপ ফাইনাল একাই ঘুড়িয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ৭ ওভারে ১ মেইডেনসহ ২১ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন এই পেসার। তাই সিরাজের হাতেই উঠল ফাইনালে ম্যাচসেরার পুরস্কার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে সিরাজের ঝড়ে ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে শ্রীলংকা। ১০ উইকেটের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবের হাতে। ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা হন এই বোলার।

যদিও টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা (১১টি)। তবে কুলদ্বীপ টানা দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৫ আর শ্রীলঙ্কার সঙ্গে সুপারফোর পর্বে ৪ উইকেট পান। তাকেই টুর্নামেন্টসেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭