ওয়ার্ল্ড ইনসাইড

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০


প্রকাশ: 18/09/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহণ করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহণ কর্মকর্তা ভোনগানি চাউকে।

তিনি বলেছেন, ‘লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।’

এই কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে আরও বলেছেন, রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং মাইন থেকে ২৫ কিলোমিটার দূরে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

আফ্রিকা মহাদেশে অন্যান্য দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে উন্নত। তবে দেশটিতে প্রায়ই বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: এএফপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭