ওয়ার্ল্ড ইনসাইড

ইলন মাস্ককে তুরস্কে টেসলা কারখানা করার অনুরোধ এরদোগানের


প্রকাশ: 18/09/2023


Thumbnail

তুরস্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি কারখানা প্রতিষ্ঠা করতে ইলন মাস্ককে অনুরোধ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত রোববার (১৮ সেপ্টেম্বর) মাস্কের সঙ্গে বৈঠকে এরদোগান এই অনুরোধ করেন। ইলন মাস্ক এই ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী। 

রয়টার্সের খবর অনুসারে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টেসলা সিইও ইলন মাস্ককে তুরস্কে একটি টেসলা কারখানা প্রতিষ্ঠা করতে বলেছেন। নিউইয়র্কে জাতিসংঘের কাছে তুর্কি হাউস নামে একটি আকাশচুম্বী ভবনে ইলন মাস্কের সঙ্গে এরদোগান এ বৈঠক করেন। এই বৈঠকের সময়ই তার দেশে টেসলা কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তুর্কি এই প্রেসিডেন্ট।

গত আগস্টে টেসলা ভারতে একটি কারখানা তৈরি করতে আগ্রহ প্রকাশের কথা জানায়। টেসলার বর্তমানে ছয়টি কারখানা রয়েছে এবং মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে সপ্তম কারখানাটি নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: আনাদোলু



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭