ইনসাইড বাংলাদেশ

বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আরও ডিম আমদানি করা হবে: বাণিজ্য সচিব


প্রকাশ: 18/09/2023


Thumbnail

বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আরও ডিম আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেবো। 

বাণিজ্য সচিব বলেন, আমরা প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করছি। আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রাধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে ডিমের অতিরিক্ত দাম নেওয়াটা যৌক্তিক নয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আর আমদানির অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান। এই চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টকইগার ট্রেডিং ওঅর্নব ট্রেডিং লিমিটেড।

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭