ইনসাইড বাংলাদেশ

নকলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশ: 19/09/2023


Thumbnail

শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সোহাগ মিয়া (৩৩) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোহাগ মিয়া নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে ওই অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে বালু মহাল ও মাটি ভরাট আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী মো.সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা। 

 

এবিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭