ওয়ার্ল্ড ইনসাইড

শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলায় জার্মান রাষ্ট্রদূতকে তলব চীনের


প্রকাশ: 19/09/2023


Thumbnail

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে 'স্বৈরশাসক' হিসেবে আখ্যায়িত করার পর বেইজিং চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেয়ারবক শি জিনপিংকে ‘স্বৈরাশাসক’ বলে মন্তব্য করেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তারা (চীন-জার্মানি) প্রধান বাণিজ্য অংশীদার। কিন্তু সম্প্রতি বার্লিন-বেইজিং সম্পর্কের অবনতি ঘটেছে কারণ জার্মান সরকারের কেউ কেউ মানবাধিকার থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আনালেনা বেয়ারবক বলেন, ‘পুতিন যদি এই যুদ্ধে জয়ী হন, তাহলে চীনের প্রেসিডেন্টের শি'র মতো বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের জন্য তা কী নির্দশন হবে? তাই ইউক্রেনকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭