ইনসাইড গ্রাউন্ড

ফেসবুক দেখার মতো সময় আমাদের নেই: লিটন


প্রকাশ: 20/09/2023


Thumbnail

বাংলাদেশের ক্রিকেট ঘিরে নিয়মিতই ব্যস্ত থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। ভালো খেললে প্রশংসার স্তুতি যেমন থাকে, খারাপ করলে থাকে সমালোচনার ঝড়ও।

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে তিন ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে বুধবার সংবাদ সম্মেলনে লিটন এক কথায় বলেন, ‘দেখি না। ’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে। ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭