ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়ে বিশ্বসেরা সিরাজ


প্রকাশ: 20/09/2023


Thumbnail

মোহাম্মদ সিরাজের অবিশ্বাস্য বোলিংয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায় এশিয়া কাপের স্বাগতিক দেশ শ্রীলংকার। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরাজের গতির মুখে পড়ে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা। 

ভারতীয় তারকা পেসার সিরাজ ৭ ওভারে ২১ রানে শিকার করেন ৬ উইকেট। ফাইনালে এক ওভারেই তিনি নেন ৪ রানে ৪ উইকেট। মামুলি স্কোর তাড়ায় ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। 

এশিয়া কাপের ফাইনালে মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অবিশ্বাস্য বোলিং করার তৃতীয় দিনেই সুখবর পেলেন মোহাম্মদ সিরাজ। 

বুধবার (২০ সেপ্টেম্বর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৯ নম্বর পরিজশন থেকে আট ধাপ উন্নতি হয়ে শীর্ষে উঠে গেছে সিরাজ। তার রেটিং পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান তারকা পেসার জস হ্যাজেলউডের পয়েন্ট ৬৭৮। আর ৬৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ট্রেন্ট বোল্ট। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭