ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস এলার্ম: ফায়ার সার্ভিস


প্রকাশ: 22/09/2023


Thumbnail

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলাতম পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ৩২ মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে মতিঝিলে অবস্থানরত ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে দেখে আগুনের কোনো আলামত নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফায়ার অ্যালার্ম বেজেছে ভুলক্রমে। এজন্য আগুন লেগেছে ভেবে আমাদের জানানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।

এর আগে দুপুর ২টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭