ইনসাইড বাংলাদেশ

‘আমার প্রয়োজন ফুরায় গেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2018


Thumbnail

নারায়ণগঞ্জে শামীম ওসমানের কর্তৃত্ব খর্ব করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির নির্দেশে প্রশাসনকে এমন বার্তা দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে।

নারায়ণগঞ্জের এসপি এবং জেলা প্রশাসককে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ‘শামীম কিছু বললেই, তা পালন করা যাবে না, দেখতে হবে, ওই নির্দেশ যৌক্তিক কিনা।’ সংশ্লিষ্ট সূত্রমতে, উন্নয়নমূলক কাজে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিকে গুরুত্ব দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আগেই আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটিকে শামীম ওসমান মুক্ত করা হয়েছিল। স্থানীয় যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোতেও শামীম ওসমানের পছন্দের লোকজনকে বাদ দেওয়া হয়েছে। এসব কোনো কমিটিতেই শামীম ওসমানে দেওয়া তালিকা অনুযায়ী করা হয়নি, এক সময় যেটা করা ছিল বাধ্যতামূলক। ক্রমাগতভাবে নারায়ণগঞ্জে শামীম ওসমানকে এক ঘরে করা হয়েছে। হতাশ শামীম ওসমানও, তাঁর বিশ্বস্ত সঙ্গীদের বলেছেন, ‘আমার প্রয়োজন ফুরায় গেছে। এবারই শেষ নির্বাচন। এরপর কেন্দ্রে রাজনীতি করবো।‘শেষ পর্যন্ত শামীম ওসমান কি কি করেন তাই দেখার বিষয়।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭