ইনসাইড বাংলাদেশ

নেতাদের ‘বেঈমান’ বললেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2018


Thumbnail

বিএনপির নেতা এবং আইনজীবীদের ওপর বেজায় চটেছেন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকালে, ডেপুটি জেলার তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, তিনি বলেন, ‘বেঈমানগুলোকে ডাকার ব্যবস্থা করতে পারো?’ ডেপুটি জেলার প্রথমে বুঝতে পারেননি, তাই জিঙ্গেস করেন, ‘কাদের ম্যাডাম?’ এরপর তিনি তাঁর দলের নেতা এবং আইনজীবীদের কথা বলেন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও ব্যক্ত করেন।

গত ৭ মার্চ বেগম জিয়া তাঁর দলের শীর্ষ নেতাদের সঙ্গে এবং ৮ মার্চ আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের বেগম জিয়া তাঁর মুক্তির ব্যাপারে করণীয় সম্পর্কে নির্দেশনাও দেন। কিন্তু ‘সমঝোতা’ বাস্তবায়ন বিলম্বে বেগম জিয়া ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, ‘কি হচ্ছে এসব। ওরা কি বেঈমানী করছে?’ বেগম জিয়া দ্রুত সমঝোতা চূড়ান্ত করে বিদেশ যেতে চান। কিন্তু নানা জটিলতায় এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বেগম জিয়া।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭