ওয়ার্ল্ড ইনসাইড

ওয়াশিংটনে কিউবার দূতাবাসে আবারও হামলা


প্রকাশ: 26/09/2023


Thumbnail

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। দুটি মলোটোভ ককটেল দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোড্রিগেজ প্যারিলা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার রাতে ওই হামলার ঘটনা ঘটে। সম্প্রতি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে যুক্তরাষ্ট্রে সফর করেছেন।

তিনি সফর শেষ করে হাভানায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটনে কিউবার দূতাবাসে এ হামলার খবর পাওয়া গেছে।

তবে কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো পর্যন্ত কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। যদিও এই হামলা থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু গত কয়েক বছরে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে এ নিয়ে দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে।

এর আগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছিল। যদিও সে সময়ও হামলায় কেউ হতাহত হয়নি।

এদিকে রোববারের এ হামলার জন্য যুক্তরাষ্ট্রে কিউবার নির্বাসিত নাগরিকদেরকেই দায়ী করেছে হাভানা।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় রোদ্রিগেজ বলেন, কিউবার-বিরোধী গোষ্ঠীগুলো এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং বরাবরই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তিনি বলেন, গত রাতে আবারও ওয়াশিংটনে আমাদের দূতাবাসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সহিংসতা এবং ঘৃণ্য এই কাজের জন্য মূল্যবান জীবন নষ্ট হতে পারতো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭