ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন


প্রকাশ: 27/09/2023


Thumbnail

জয়পুরহাটে মিজানু্র রহমান নামে এক যুবককে হত্যার দায়ে দু' জন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০ হাজার টাকা জরিমানা, তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি পাড়ার আবুলল হোসেনের ছেলে ফজলে রাব্বি ওরফে বাপ্পি ও একই উপজেলার নাকুরগাছী এলাকার মোবারক হোসেনের ছেলে ওসমান গনি ওরফে রুবেল। একই মামলার আরেক আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় হাজতে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২২ অক্টোবরে জেলার পাঁচবিবি পৌরসভার দমদমা পুরাতন শ্মশানের উত্তরে যমুনা নদীর পাশের একটি আখ ক্ষেতে গলাকাটা এক যুবকের লাশ পাওয়া যায়। পরে জানা যায় ওই লাশটি পশ্চিম বালিঘাটা এলাকার মিজানুর রহমানের। ঘটনার তিন দিন আগে থেকে সে নিখোঁজ ছিলেন। ওই বছরে ২৩ নভেম্বরে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন নিহতের মা চানতারা। মামলায় মিজানুর রহমানকে খুন করে লাশ গুমের অভিযোগ আনা হয়েছিল। মামলাটি তদন্ত করেন থানার তৎকালীন উপ-পরিদর্শক মনিরুজ্জামান। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭