এডিটর’স মাইন্ড

শুভ জন্মদিন আপা, আপনি অপরাজিতা


প্রকাশ: 28/09/2023


Thumbnail

৭৭ বছরেও আপনি ক্লান্তিহীন। অফুরন্ত প্রাণশক্তিতে ভরা। এখনও আপনার উদ্যম, উদ্দীপনা, দিনরাত কাজ করে যাওয়া-সবাইকে অবাক করে, বিস্মিত করে। কান পাতলেই শুনি, লোকজন বলে, ‘একজন মানুষ কিভাবে এতা পরিশ্রম করতে পারে।’ কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এভাবে অবিরাম ছুটে চলা? আমি জানি স্বপ্ন আপনাকে ঘুমুতে দেয় না। স্বপ্ন পূরণের তাগিদেই আপনি কাজ করে যান সারাক্ষণ। আপনার স্বপ্ন, সোনার বাংলা গড়া। জাতির পিতার বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। ক্ষুধা, দারিদ্রমুক্ত, স্বনির্ভর এক সাম্যের বাংলাদেশ। যে দেশে কেউ না খেয়ে থাকবে না, কেউ থাকবে না ঘরহীন। এমন একটি স্বপ্নপূরণ অভিযাত্রা আপনার জন্য সহজ ছিলো না। নানা প্রতিকূলতা জয় করেই আজ আপনি বাংলাদেশকে এনেছেন এই জায়গায়। ঘরে বাইরে আপনাকে যুদ্ধ করতে হয়েছে। সহ্য করতে হয়েছে কুৎসা, মিথ্যাচার এবং অপপ্রচার। বার বার আপনার জীবননাশের হুমকি এসেছে। ৭৫ এর পর থেকে যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইটা এখনও চলছে। লড়াই করতে করতে আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আপনিই এখন বাংলাদেশ। ‘বাংলাদেশ’মুখ থুবড়ে পরবে আপনাকে ছাড়া। বাংলাদেশ অস্তীত্বের সংকটে পরবে আপনার দিক নির্দেশন ব্যতিরেকে। আপনাকে ছাড়া বাংলাদেশ পথ হারাবে।

৭৫ এ সুদূর জার্মানীতে বসে আপনি শুনেছেন, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। এ প্রবল শোকের স্রোতের উল্টো পথে সাঁতরিয়ে আপনি আজ অমরত্বের দ্বারপ্রান্তে। ১৯৮১ তে আপনি যখন দেশে ফেরেন, তখন আপনার শত্রুরা ছিলো ভয়ংকর। ক্ষমতাবান। আপনার জীবন ছিলো হুমকির মুখে। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট আপনার ‘মৃত্যু ভয়’এর মৃত্যু ঘটিয়েছে। নিজের জীবনটাই সবচেয়ে তুচ্ছ আপনার কাছে। ১৯৮১ তে স্বদেশ প্রত্যাবর্তনের পর একের পর এক যুদ্ধ করতে হয়েছে আপনাকে। কখনো ঘরে, কখনো বাইরে। সামরিক স্বৈরশাসকের ভ্রু কুটি, ষড়যন্ত্র আপনি নির্ভয়ে মোকাবেলা করেছেন। দলের ভেতর ষড়যন্ত্রকারীরা ছিলো ওত পেতে। তারা আপনাকে ‘একান্ত অনুগত’করতে চেয়েছিল। আপনাকে বিভ্রান্ত করেছিল। কিন্তু এইসব ছদ্মবেশী প্রতিপক্ষরা কিংবা খুনী মোশতাকের অপচ্ছায়ারা আপনাকে পরাস্ত করতে পারেনি। ৮২ থেকে টানা নয় বছর আপনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মানুষের মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করেছেন। আপনার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আবার যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু আবার ষড়যন্ত্র ঘরে-বাইরে। ৯১ এর নির্বাচনে আপনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। অদ্ভুত রহস্যের এক নির্বাচন আপনার দল আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। সে সময় আপনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকে। আওয়ামী লীগের প্রভাবশালী ‘এক চাচা’যাকে জাতির পিতা রাজনীতিতে এনেছিলেন। তিনি আওয়ামী লীগ ছেড়ে ‘গণফোরাম’নামে এক নতুন দোকান খোলেন। কিন্তু আপনি হতাশ হননি। পথ হারাননি। লক্ষ্যে অবিচল থেকেছেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। ৯৬ সালের নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর আপনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় উন্নয়নের অভিযাত্রা। আবার মুক্তিযুদ্ধের চেতানার ধারায় হাটতে থাকে বাংলাদেশ। পার্বত্য শান্তি চুক্তি, গঙ্গার পানি চুক্তি করে আপনি প্রমাণ করেন আপনার দক্ষতা, মেধা এবং যোগ্যতা। পাঁচ বছরে বাংলাদেশকে এক মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার রূপকল্প গ্রহণ করেন আপনি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, আশ্রয়নের মতো বেশ কিছু অনবদ্য উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন আপনি। কিন্তু বাংলাদেশের এই এগিয়ে চলা অনেকে চায়নি। ৭১ এবং ৭৫ এর শত্রুরা এক হয়। শুরু হয় নতুন ষড়যন্ত্র। ২০০১ এর ১ অক্টোবরের নির্বাচন ছিলো সেই ষড়যন্ত্রের বাস্তব রূপায়ন। আবার শুরু হয় অন্ধকার যাত্রা। এক দিকে হাওয়া ভবনের লুণ্ঠন অন্যদিকে জঙ্গীবাদের উত্থান। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু আপনি লড়াকু যোদ্ধা। বীর। অমিত সাহসী এক মানুষ আপনি লড়াই অব্যাহত রাখেন। চক্রান্ত হয় নতুন করে। আসে এক-এগারো। এবার আপনাকে রাজনীতি থেকে মাইনাস করার খেলা শুরু হয়। দলের ভেতর হেভীওয়েট নেতাদের বিশ্বাসঘাতকতায় আপনি অবাক হননি। বিচলিতও হননি। কারণ আপনি জানেন, সত্যের জয় অনিবার্য। ২০০৮ সালের নির্বাচনে আপনি একক নেতা হিসেবে আবির্ভূত হন। তারপর গত ১০ বছর বাংলাদেশের ইতিহাস গৌরবের। মর্যাদা পুন:উদ্ধারের। বিশ্বকে চমকে দেয়ার। আধুনিক বাংলাদেশের আপনিই নির্মাতা। কিন্তু এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। শকুন এবং হায়নারা আবার মাঠে নেমেছে। নিত্য নতুন ষড়যন্ত্র চলছে। এখন ষড়যন্ত্রের ব্যাপ্তি দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে পরেছে। কিন্তু আমি জানি আপনি জয়ী হবেন। এই যুদ্ধে আপনার জয়ের বিকল্প নেই। আপনি অপরাজিতা প্রিয় আপা। জন্মদিনের শুভ কামনা।

সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত

ই-মেইল: poriprekkhit@yahoo.com



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭