ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ‘দানব’ মিচেল, হ্যাটট্রিক করে তাই জানান দিলেন


প্রকাশ: 01/10/2023


Thumbnail

বিশ্বকাপের মতো আসরে ১৮ ম্যাচে ৪৯ উইকেট নিজের দখলে রাখা চাট্টখানি কথা নয়। ২০১৫ ও ২০১৯ এই দুই বিশ্বকাপ আসরে সেই কাজটিই যেন বাম হাতের আঁচরে করেছেন অজি বোলার মিচেল স্টার্ক। মাত্র দুই বিশ্বকাপে যার এমন সাফল্য তার মানে ধরেই নেওয়া যায় বিশ্বকাপে যেন এক মূর্তিমান আতঙ্ক মিচেল। ভারতে অনুষ্ঠিতব্য এবারের আসরে নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে যেন পূর্বাভাস দিয়ে রাখলেন মিচেল এবারও ব্যাটারদের যমদূত হয়ে আসছেন।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচে জয় বা পরাজয় নির্ধারিত হয়নি বৃষ্টির কারণে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে মিচেল স্টার্ক নিজের দানবীয় অবস্থানের জানান দিয়েছেন।

বৃষ্টির কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৩ ওভারে সাত উইকেট হারিয়ে করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে স্টিভেন স্মিথের ব্যাটে। ইনিংস উদ্বোধনে নামা এই ব্যাটার ৪টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে করেন ৫৫ রান। এছাড়া ক্যামেরন গ্রিন ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৪ ও মিচেল স্টার্ক ২২ বলে ২৪ রান করেন। ডাচদের পক্ষে দুটি করে উইকেট নেন ভাস ডি লিডে, লগান ভ্যান ভিক ও রোলেফ ভ্যান ডার মারউই। বাকি একটি উইকেট ছিল সারিজ আহমেদের।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই স্টার্কের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। ওভারের পঞ্চম বলে শিকার করেন ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউডকে। স্টার্কের ভেলকি লাগানো ইনসুইংয়ের কাছে পরাজিত হন। পরের বলে এই বাঁহাতির শিকার তিন নম্বরে নামা ওয়েসলি বারোসি। আবারও মিচেলের দারুণ এক ইনসুইঙ্গারে প্যাভিলিয়নের পথ ধরেন বারোসি। ফেরেন বোল্ড হয়ে।

স্টার্ক দলীয় তৃতীয় ওভার ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে এবার প্রথম বলেই শিকার করে ফেলেন অভিজ্ঞ বাস ডি লিডকে। এবার ইংসুইঙ্গিং ইয়োর্কারে বোল্ড করে দ্রুত প্যাভিলিয়নের রাস্তায় তুলে দেন তাকে। এরই সাথে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন স্টার্ক। স্টার্কের তোপে বিপর্যস্ত নেদারল্যান্ডস আর খেলায় ফিরতে পারেনি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান করে কমলা রঙের জার্সিধারীরা। তবে দুঃখের বিষয় মিচেলের এই হ্যাটট্রিক পরিসংখ্যানে যোগ হচ্ছে না। কারণ, এটি কোনও আন্তর্জাতিক ম্যাচ ছিল না। ছিল শুধুই একটি প্রস্তুতি ম্যাচ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭