ইনসাইড গ্রাউন্ড

৩৭ বছর পর এশিয়ান গেমসে বক্সিংয়ে পদক জয়ের হাতছানি


প্রকাশ: 01/10/2023


Thumbnail

হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ৩ বক্সার। তবে সবার দৃষ্টি ছিল আলোচিত নাম আমেরিকা প্রবাসী নারী বক্সার জিন্নাত ফেরদৌসের দিকে। আগেই তিনি মিডিয়ার নজর কেড়েছিলেন। তবে মূল প্রতিযোগীতায় গিয়ে জিন্নাত কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। হেরেছেন ৫-০ তে।

এই প্রবাসী বক্সার যখন দেশকে কিছুই দিতে পারলেন না, তখন বুক চিতিয়ে দেশের হয়ে লড়ে যাচ্ছেন বক্সার সেলিম হোসেন। শনিবার হাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজির প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিম রিংয়ে নেমেছিলেন তাজাকিস্তানের আসরর ভকিধবকের বিপক্ষে। প্রতিপক্ষকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই বক্সার।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেলিম খেলবেন ৩ অক্টোবর। প্রতিপক্ষ জাপানের প্রতিযোগী। জিতলেই সেমিফাইনাল এবং সেই সঙ্গে নিশ্চিত হবে পদক। গেমস বক্সিংয়ে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পাবেন তিনি।

১৯৮৬ সালে সিউল এশিয়াডে বাংলাদেশের মোশরাফ হোসেন বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়ান গেমসে এখন পর্যন্ত সেটাই বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক। ৩৭ বছর পর আরেকটি ব্যক্তিগত পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন সেলিম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭