ওয়ার্ল্ড ইনসাইড

স্লোভাকিয়ায় নির্বাচনে মস্কোপন্থি দল বিজয়ী, ইউক্রেনে সাহায্য না পাঠানোর ঘোষণা


প্রকাশ: 02/10/2023


Thumbnail

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি ২৩.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অন্যদিকে মধ্যপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পেয়েছে ১৭ শতাংশ ভোট পায়। 

রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি জয়ী হওয়ার ফলে উইক্রেন চাপে পড়তে পারে। নির্বাচনের আগে ফিকোর নেতৃত্বাধীন দলটি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতা করছিলো অনেকদিন ধরে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কার্যকলাপের কঠোর সমালোচনা করে আসছিলো দলটি। তার দল নির্বাচিত হওয়ায় জনগণের ইচ্ছারও একটি প্রতিফলন দেখা গেলো।

পর্যবেক্ষকরা বলছেন, ফিকোর পার্টির ক্ষমতায় আরোহনের মাধ্যমে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আসবে। মূলত দলটি রুশপন্থী হওয়ার এ অঞ্চলের রাজনৈতিক পটে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যায়। ৫৯ বছর বয়সি ফিকো নির্বাচনি প্রচারে স্পষ্ট করে ঘোষণা করেছিলেন, তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না, উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭