ইনসাইড গ্রাউন্ড

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তি কি ছিল?


প্রকাশ: 03/10/2023


Thumbnail

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার সাথে দারুণ এক জয় পেয়ে টাইগার শিবিরে স্বস্তি নেমে আসে। অধিনায়ক সাকিবসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না সেই ম্যাচে। তবে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ইংল্যান্ড বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের শক্তির পার্থক্য কোথায়? অনায়াসেই ঝড়ো গতিতে ব্যাট করেছেন ইংলিশ ব্যাটাররা।


১১৪ রানে ৫ উইকেট পড়ে গেলেও জিততে তাদের বেগ পেতে হয়নি। ফিল্ডিংয়ে বাংলাদেশের অর্জন বলতে ওই পাঁচটি উইকেটই। ইংল্যান্ড ভারতীয় কন্ডিশনে বিশ্বকাপ খেলতে আসলেও শিরোপার অন্যতম দাবিদার তারাও।

ব্যাটিং ঝড়ে সেটিই যেন প্রমাণ করেছেন ইংলিশ ব্যাটাররা। তাইতো ২৪.১ ওভারেই ১৯৭  রান করে জয় তুলে নেয়। ১১৪ রানে ৫ উইকেট হারালেও ইংলিশরা ম্যাচটাকে কঠিনে করে ফেলেননি।


ইংলিশ ব্যাটিং লাইনআপের বড় শক্তি হলো তারা যেকোনও সময় যেকোনও পজিশন থেকে যেকোনও প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে খুব সহজেই। বেশ কয়েক বছর ধরে এই দলটি এভাবেই তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ২৪.১ ওভারেই। ৪ ওভারেই ৫০ প্লাস রান করে ইংল্যান্ড। মোস্তাফিজের ফুললেংথের বল মিস করে বোল্ড হওয়ার আগে বেয়ারস্টো করেন ২১ বলে ৩৪ রান। ইংল্যান্ড অবশ্য তাতে থামেনি।


হ্যারি ব্রুক, জস বাটলাররা আউট হওয়ার আগে বিগ শটই খেলে গেছেন। হাসান মাহমুদ ও শরীফুল ইসলামরা তাঁদেরকে সময়মতোই আউট করেছেন।

জো রুট তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪০ বলে ২৬ রান করে। অন্যপ্রান্তে সতীর্থ মঈন আলীর বিস্ফোরক ব্যাটিংয়ে যোগ্য সঙ্ঘ দিয়েছিলেন তিনি।



তবে বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতিটা আশানুরূপ হয়নি। মেহেদী হাসান মিরাজ ও ওপেনার তানজিদ হাসান তমিমছাড়া সেভাবে রানের দেখা পাননি কেউ।

মিরাজ করেন ৮৯ বলে ৭৪ রান। তানজিদ তামিম করেন ৪৪ বলে ৪৫ রান। ৩০ ওভারের পর বৃষ্টি নামলে খেলা নেমে আসে ৩৭ ওভারে। 

তবে বাংলাদেশ মূল বিশ্বকাপ পর্বে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমে নতুন ঝলক দেখানোর প্রত্যয়ে আছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭