ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ২৯ বাংলাদেশি


প্রকাশ: 03/10/2023


Thumbnail

মঙ্গলবার (৩ অক্টোবর) মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরছেন ২৯ বাংলাদেশি। মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে তার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারের মংডু শহরে যাবেন। সেখানে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বাংলাদেশের ২৯ নাগরিককে ফেরত আনা হবে। মিয়ানমার থেকে ফিরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান লে. কর্নেল মহিউদ্দিন আহমদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭