ওয়ার্ল্ড ইনসাইড

আফগানদের দেশ ছাড়ার নির্দেশ দিলো পাকিস্তান সরকার


প্রকাশ: 04/10/2023


Thumbnail

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তানে আফগানিস্তান থেকে উদ্বাস্তুদের আগমন হচ্ছে। পাকিস্তানে প্রায় কয়েক লক্ষ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছে। পাকিস্তান সরকারের হিসাব মতে প্রায় ৩৮ লক্ষ লোক আশ্রয় নিয়েছে এ সময়ের মধ্যে।

জাতিসংঘের মতে আশ্রয়প্রার্থীদের মধ্যে প্রায় ১৩ লক্ষ আফগান শরণার্থী নিবন্ধিত। আরও ৮ লক্ষ থাকার জন্য আইনি মর্যাদা পেয়েছে। তবে এখনো অননুমোদিত ১৭ লক্ষ লোক তাদের আশ্রয়ে রয়েছে। পাকিস্তানে সরকার নভেম্বরের মধ্যে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে  ।

চলতি বছর দুই দেশের সীমান্তে জঙ্গি হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী মাস্তুং শহরের একটি মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের সময় বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়। 

পাকিস্তান এ হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে । তবে তালেবান সরকার এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার "অবৈধ" আফগানদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেন। তিনি বলেন, ওই ব্যক্তিদের মাসের শেষ নাগাদ দেশ ছাড়তে হবে - স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক নির্বাসনের মাধ্যমে।

বিদেশে আশ্রয় নেওয়ার মানবিক অধিকার আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭