ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা


প্রকাশ: 04/10/2023


Thumbnail

মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। 

 

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুরের আয়োজনে সভাপতিত্ব করেন, টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

 

টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, মজু চৌধুরীহাট নৌ পুলিশের ইনচার্জ আবু তাহের, কমলনগর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস,জাতীয় মৎস্যজীবী সমিতি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি সভাপতি নাছির উদ্দিন।

 

আগামী ১২ অক্টোবর-০২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ করা হবে বলে জানান আয়োজকরা।

 

এসময় মৎস্য কর্মকর্তা, কোষ্টগার্ড, নৌ পুলিশ, মৎস্যজীবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭