ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে সাকিবের সামনে যে “বিশাল” সুযোগ অপেক্ষা করছে


প্রকাশ: 05/10/2023


Thumbnail

ভারতের মাটিতে শুরু হযে গেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্ব ক্রিকেটের বড় এই মঞ্চে পঞ্চমবারের মতো খেলতে নামছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপ সাকিব শুরু করছেন সেরাদের একজন হয়ে। আর এই বিশ্বকাপে সবাইকে তাক লাগানোর জন্য বড় সুযোগই অপেক্ষা করছে সাকিব আল হাসানের জন্য। 

ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্রিকেটের রথীমহারথীদের ছাড়িয়ে যেতে সাকিবের দরকার অল্প কিছু রান। নিজের বর্তমান ফর্মে তেমন কিছু ঘটাও অসম্ভব না। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টাইগার অলরাউন্ডার আছেন নবম স্থানে।


ছবির ক্যাপশন- মি. SAH75-এর লক্ষ্য শুধুই সামনে।

ওয়ানডে বিশ্বকাপে সাকিব এর আগে ৪ বিশ্বকাপ খেলে রান করেছেন ১১৪৬। তার আগে ৮ নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিস ১১৪৮ রান করে। ৭ নম্বরে রয়েছেন সনাৎ জয়সুরিয়া ১১৬৫ রান করে। ৬ নম্বরে রয়েছেন ক্রিস গেইল ১১৮৬ রান করে। সেরা ছয়ে প্রবেশ করতে সাকিবের দরকার ৪১ রান। 

 

তালিকার ৫ নম্বরে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ১২০৭ রান করে। ৪ নম্বরে রয়েছেন ব্রায়ান লারা ১২২৫ রান করে। তালিকার তিন নম্বরে অবস্থান কুমার সাঙ্গাকারার ১৫৩২ রান করে। এছাড়া দুই নম্বরে রয়েছেন রিকি পন্টিং ১৭৪৩ রান। তালিকার প্রথমে রয়েছেন শচীন টেন্ডুলকার ২২৭৮ রান করে।

ছবির ক্যাপশন- সাকিব একজন সত্যিকারের পারফর্মার, পারফর্মেন্সই তার গতি। 

সবমিলিয়ে সবাইকে টপকে তালিকার দুই নস্বরে ঢুকতে হলে সাকিবকে করতে হবে ৫৯৭ রান। সেমিফাইনালের আগে অন্তত ৯ ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। তাইতো সাকিবকে ফর্মের চূড়ান্তে থাকতে হবে। তার ব্যাট থেকে ঝড়াতে হবে রানের ফাল্গুধারা। ২০১৯ বিশ্বকাপে সাকিব করেছিলেন ৬০৬ রান। এবারেও তাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। 

তবে শচীনকে টপকানো এক প্রকার অসম্ভবই বলা যায়। তাই সাকিবের সামনে বড় সুযোগ পন্টিং-লারাকে টপকানোর। এখন সাকিব যদি তার সামর্থ্যের সর্বোচ্চটি দিতে পারেন তবেই তিনি এই রেকর্ডের মালিক হবেন। সাকিব কি পারবেন এবার ২০১৯ বিশ্বকাপের তুমুল ফর্মটি ফিরিয়ে আনতে?

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭