ওয়ার্ল্ড ইনসাইড

ছাত্র ও ভ্রমণ ভিসার ফি বাড়ালো যুক্তরাজ্য


প্রকাশ: 05/10/2023


Thumbnail

যুক্তরাজ্যে ভিসার ফি বাড়ানোর ঘোষনা দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) থেকে বর্ধিত এই ফি কার্যকর করা হয়। 

নতুন ফি অনুযায়ী ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য লাগবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ১৬ হাজার টাকা) এবং স্টুডেন্ট ভিসার জন্য ৪৯০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৬৭ হাজার টাকা)। 

আগে যুক্তরাজ্যে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড।

পূর্বের তুলনায় পর্যটক ও কর্মীদের ৬ মাসের ভিসা ফি বাড়ানো হয়েছে ১৫ পাউন্ড এবং শিক্ষার্থীদের ভিসা ফি বাড়ানো হয়েছে ১২৭ পাউন্ড। শতাংশ হিসেবে পরিবার, বসবাস এবং নাগরিকত্ব ভিসার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। কাজের এবং ভ্রমণ ভিসার খরচ বৃদ্ধি পাবে ১৫ শতাংশ।

পর্যটক ও শ্রমিকদের ২, ৫ ও ১০ বছরের ভিসার ফি ও বাড়ানো হয়েছে। 

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে এই বর্ধিত ফি শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক সবার ওপর কার্যকর হবে। যেসব ব্যক্তি কাজ ও পড়াশোনার কারণে দীর্ঘমেয়াদী ভিসার ওপরই কার্যকর হবে এই বর্ধিত ফি। এর বাইরে যারা স্বল্পমেয়াদে কিংবা অনির্দিষ্টকালের জন্য ভিসার আবেদন করবেন, তাদের ওপর এই ফি প্রযোজ্য হবে না।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭