ইনসাইড গ্রাউন্ড

চোটে পড়া মেসি থাকলেও ডি মারিয়া নেই আর্জেন্টিনা দলে


প্রকাশ: 06/10/2023


Thumbnail

মেসি এই গ্রহের এমন ফুটবলার যিনি মাঠে না খেললেও স্কোয়াডে থাকলেও দলের উৎসাহ বাড়ে। তবে মেসিবিহীন দলটা সব সময়ই খালি খালি লাগে। মেসি দলে থাকা মানেই যেন বাড়তি শক্তি ভর করে। যদিও বেশ কিছুদিন ধরেই এই গ্রহের অন্যতম সেরা খেলোয়াড় মেসি ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে। এজন্য তিনি তার ক্লাব ইন্টার মায়ামিতেও খেলতে পারছেন না।

এখনই বলা যাচ্ছে না তিনি কবে নাগাদ ইন্টার মায়ামিতে ফিরবেন। ইনজুরির কথা জেনেও তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

তবে মেসি থাকলেও স্কালোনির ৩৪ সদস্যের দলে নেই চোটাক্রান্ত অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়া। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।


চোট থাকা সত্ত্বেও মেসি দলে আছেন তবে নেই ডি মারিয়া।


পায়ের পুরনো চোটে ক্লাবের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি ৩৬ বছর বয়সী মেসি। তার ফেরার সম্ভাব্য সময়ের বিষয়েও এখন পর্যন্ত কিছু জানায়নি মেজর সকার লিগের দল মায়ামি।

গত মাসে বিশ্বকাপ বাছাই শুরুর ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন লিওনেল। ইকুয়েডরের বিপক্ষে দারুণ ফ্রি কিকে একমাত্র গোলটি করেছিলেন তিনি। তবে খেলেননি বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে।

তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন পাওলো দিবালা।


আগামী ১২ অক্টোবরে বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসিরা। এরপর তারা খেলবে স্বাগতিক পেরুর বিপক্ষে।

আর্জেন্টিনার দল—

 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুসো (আতালান্তা)

 

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (নটিংহাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), ওয়াল্টার বেনটেজ (পিএসভি আইন্দোহোভেন), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্তিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো পেলেগরিনো (এসি মিলান), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), লুকাস এসকুইভেল (আথলেটিকো পারানায়েন্সে)।

 

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), এনজো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকেল পালাসিওস (বায়ের লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা), জিওভানি লো সেলসো (টটেনহাম), ব্রুনো জাপেলি (অ্যাথলেটিকো পারানায়েন্সে), কার্লোস আলাকারাজ (সাউদাম্পটন)।

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), পাওলো দিবালা (রোমা), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারাস (ইন্টার মায়ামি), লুকাস বেলটার (ফিওরেন্তিনা), আলেসান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া)।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭