ওয়ার্ল্ড ইনসাইড

আইভরি কোস্টে প্রধানমন্ত্রীকে অপসারণ করলেন প্রেসিডেন্ট


প্রকাশ: 06/10/2023


Thumbnail

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা দেশটির প্রধানমন্ত্রী প্যাট্রিক আচিকে অপসারণ করেছেন। নতুন প্রধানমন্ত্রী ও সরকার নিয়োগ না হওয়া পর্যন্ত তারা অস্থায়ী দায়িত্বে থাকবেন। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানান।

এদিকে প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের জন্য কোনো কারণ জানানো হয়নি।

সিসে বলেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবায় প্রতিশ্রুতির জন্য প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি ও সরকারের সব সদস্যের প্রতি প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

আইভরি কোস্টের প্রেসিডেন্টেদের জন্য তাদের দেশের সরকারে কঠোর ও অপ্রত্যাশিত পরিবর্তন করা অস্বাভাবিক নয়।

আচি গত বছরের এপ্রিলে তার ও তার সরকারের পদত্যাগপত্র পেশ করেছিলেন, যখন ওউত্তারা তার মন্ত্রিসভার আকার কমাতে মন্ত্রীপদ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কিন্তু এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭