ইনসাইড গ্রাউন্ড

আফগানদের বিপক্ষে টাইগারদের দূর্বলতার জায়গা কোথায়?


প্রকাশ: 07/10/2023


Thumbnail

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই প্রায় সমশক্তির এক লড়াই। তাই ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। দুই দেশ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে আগে। ফ্রাঞ্চাইজি লিগ খেলার সুবাদেও একে অপরের শক্তি ও দূর্বলতার বিষয়ে খুব ভালো করেই জানে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো মোকাবেলা করতে যাচ্ছে। 

আফগানদের বড় শক্তিশালী জায়গা হলো ভারত তাদের হোম গ্রাউন্ড। নিজেদের আয়োজনে যেকোনও সিরিজ তারা ভারতের মাটিতেই আয়োজন করে থাকে। তাই সেদিক থেকে তারা পিচের আচরণ কখন কেমন হয় তা ভালো করেই জানে। 

এছাড়া সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আফগান জাতীয় দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই আইপিএলে খেলে। তাই তারা ভারতের প্রত্যেকটি মাঠের চরিত্র জানে। এবং জানে কিভাবে বেশি স্নায়ু চাপ নিয়ে খেলে ম্যাচ বের করতে হয়। 

আর ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তারা বাংলাদেশের দূর্বল পয়েন্টে আঘাত করতে চাইবে। কারণ প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে রণকৌশলতো এভাবেই সাজাতে হয়। 

এই ম্যাচে নামার আগে নিজদের শক্তির জায়গা উল্লেখ করে বাংলাদেশ দলের দুর্বলতায় আঘাত করার বার্তা দিলেন আফগান অধিনায়ক।

৬ অক্টোবর সংবাদ সম্মেলনে হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে।

আমরা আমাদের ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে আর বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব। আমরা জানি প্রত্যেক ক্রিকেটারের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়। তবে নির্দিষ্ট কাউকে টার্গেট করছি না, ওদের ১১ ক্রিকেটারের বিরুদ্ধেই আমাদের ভালো করতে হবে।’

তাদের সিম আক্রমণের শক্তিমত্তার পাশাপাশি বাংলাদেশের জন্য আতঙ্কের দিক হচ্ছে রশিদ খান ও মুজিবুর রহমানের গুগলি। 

যদিও ওয়ানডে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। মুখোমুখি পরিসংখ্যানে ওয়ানডেতে ৯-৬ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, র‌্যাংকিং বা কাগজকলমের শক্তিও সে কথা বলে। বিশ্বকাপের লড়াইয়েও এগিয়ে বাংলাদেশ, ২ ম্যাচের দুটোতেই জয়। ৭ অক্টোবর আরও একবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭