ইনসাইড গ্রাউন্ড

সাকিব সাকিবই. . .ক্রিকেটের সাকিব একজনই


প্রকাশ: 07/10/2023


Thumbnail

১৩তম বিশ্বকাপের আসর শুরু করেছেন সবার সামনে থেকেই। কিন্তু, বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে তিনি নিউজিল্যান্ড সিরিজ খেলেননি। বিশ্বকাপ খেলতে গুয়াহাটিতে গিয়েও ইনজুরির কারণে খেলেননি কোনও অনুশীলন ম্যাচ। সরাসরি ফিট সাকিব খেললেন বিশ্বকাপের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে। অনেকরকম হুংকার ছিল আফগান শিবির থেকে। তারা ভারতের মাটির খুঁটিনাটি বাংলাদেশের চেয়ে ভালো জানেন। কারণ, তাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড় আইপিএলে খেলেন।

কিন্তু, সাকিবের ক্রিকেটীয় মস্তিষ্ক পৃথিবীর অন্য খেলোয়াড়দের চেয়ে পুরোই আলাদা। তিনি মাঠে নামলে ‘সুপারম্যান’ সাকিব হয়ে যান। এবার আসা যাক বাইরের সাকিব আর মাঠের সাকিবের প্রসঙ্গে।


ছবির ক্যাপশনঃ মাঠের সাকিব এমনই বিধ্বংসী।

সাম্প্রতিক ঘটনা দিয়েই এই প্রসঙ্গের অবতারণা করা যাক। এশিয়া কাপে যখন বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা ভেস্তে গেল তখন শেষ ম্যাচ ছিল ভারতের সঙ্গে। সাকিব সেই সময় ৩ দিনের ছুটিতে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন। করলেন বিজ্ঞাপনের শুটিং এবং হলেন একটি কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর। এরপর শ্রীলঙ্কা ফিরে গিয়ে ভারতের বিপক্ষে খেললেন এবং দলকে জেতালেন।

এমনকি বিশ্বকাপের বিমান ধরতে যাওয়ার সময়ও সাকিব বিমানবন্দরের আসতে আসতে বিজ্ঞাপনের শুটিং করতে করতে আসছিলেন। এ নিয়ে বেশ সমালোচনা হলো গণমাধ্যমে। এছাড়া নানা ব্যবসায়িক কাজেও তিনি জড়িয়ে থাকেন প্রায় প্রতিদিনই। খেলার মাঠ থেকে হেলিকপ্টারে করে তিনি চলে যান কর্পোরেট কোনও ডিলিংসে। এরপর ওখান থেকে আবার অন্য কোনও অনুষ্ঠানে যোগ দেন। এই হলেন ক্লান্তিহীন সাকিব।


ছবির ক্যাপশনঃ সাকিব এভাবেই বহুবার দেশের মানুষকে হাসিয়েছেন।

তবে ক্রিকেটে এর প্রভাব তিনি পড়তে দেন না। মাঠের সাকিব যেমন অপ্রতিরোধ্য বাইরের সাকিবও তাই। মাঠের কাণ্ডেও কম যান না Mr.75। প্রায় সময়ই নানা কন্ট্রোভার্সিতে জড়ান সাকিব। কখনো মাঠে স্টাম্পে লাথি মেরে, আম্পায়ারের সাথে তর্ক করে, আবার কখনো মাঠে ঢুকে প্রতিবাদ করে। সাম্প্রতিক সময়ে তারই বন্ধু-সতীর্থ তামিম ইকবলাকে দলে নেওয়া না নেওয়া নিয়ে তিনি দারুণ সমালোচিত। এবং, একটি বেসরকারি টিভি চ্যানেলে তামিমকে উদ্দেশ্য করে বলা কথা নিয়েও তিনি আলোচিত-সমালোচিত। কিন্তু, এসবের কিছুই কি বিশ্বকাপের মতো বড় মঞ্চের আসরে প্রভাব পড়ে বা পড়েছে কখনো?

আজকে আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় কে বলবে সাকিব শেষ ৩০ দিনের মধ্যে মাঠের বাইরের আলোচনার অনেক চাপ নিয়ে মাঠে নেমেছেন? ধারাভাষ্যকার নাসের হুসেইন বলছিলেন, নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা সাকিবকে মাঠেও রোমাঞ্চিত দেখাচ্ছে। তাতো হওয়ারই কথা। কারণ, মাঠের সাকিব যে অনন্য।


ছবির ক্যাপশনঃ মাঠের যেকোনও অনিয়মে সাকিব এক প্রতিবাদী চরিত্র।

এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচেও সাকিবের অধিনায়কত্ব দেখার মতো ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সাকিব আফগানদের বিপক্ষে তাই করে দেখালেন। পিচের কন্ডিশন দেখে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। এই পিচে ঘন ঘন বোলিং চেইঞ্জ করেছেন। ব্যাটার দেখে যাকে বোলিংয়ে আনা যায় তাকে এনেছেন। এমন ট্রিকি উইকেটে তিনি বোলারদের পুরোপুরি সদ্বব্যবহার করেছেন। নিজে সফলতা পেয়েছেন। তিনি মাঠে থাকা মানে সতীর্থরা তার রোশনাই অনুভব করেন, উজ্জীবিত হন। পুরো ক্রিকেটীয় কার্যক্রম বিবেচনায় নিলে যে কেউ বলতে বাধ্য হবেন সাকিব সাকিবই. . . সাকিব আল হাসান একজনই। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭