ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার সিদ্ধান্ত জনসমর্থন হারাচ্ছে


প্রকাশ: 07/10/2023


Thumbnail

আমেরিকা ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে তার সমর্থন দিন দিন কমছে জনসাধারণের মধ্যে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের অর্থনীতিকেই বড় এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও সংকট চলমান রয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সরকারী সংস্থাগুলো শাটডাউন হয়ে যাওয়ার উপক্রম হয়। তবে স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হওয়ার অল্পের জন্য শাটডাউন এড়াতে সক্ষম হয় বাইডেন সরকার।

ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। অন্যান্য সমস্ত দেশের সাহায্যের তুলনায় শুধু যুক্তরাষ্ট্রের সাহায্যের মোট পরিমান দ্বিগুণ।এই বিশাল পরিমাণ অর্থ সাহায্যের চাপ পড়ছে সাধারন জনগণের উপর। এসব কারণেই মূলত জনগনের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এ সাহায্য কর্মসূচি।

রয়টার্স-ইপসোস পরিচালিত এক জরিপে দেখা যায়, গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর থেকে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের মধ্যে কিয়েভের প্রতি সমর্থন দিন দিন কমছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত জরিপ ফলাফলে দেখা যায়, শতকরা ৪১ ভাগ মার্কিন নাগরিক ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার পক্ষে সমর্থন দিয়েছে। অন্যদিকে, শতকরা ৩৫ ভাগ মানুষ সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। বাকিরা বলেছেন, তারা এখনো নিশ্চিত নন যে, কোন পক্ষে অবস্থান নেবেন তারা।

 গত জুন মাসের রয়টার্স অন্য এক জরিপ ফলাফলে জানিয়েছিল, আমেরিকার শতকরা ৬৫ ভাগ মানুষ ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এদিকে, জুন মাসের জরিপের সময় ক্ষমতাসীন ডেমোক্রেট দলের শতকরা ৮১ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল। এখন সেই সমর্থন কমে শতকরা ৫২ ভাগে দাঁড়িয়েছে। জুন মাসে রিপাবলিকান দলের শতকরা ৫৬ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল কিন্তু সেই সমর্থন এখন কমে শতকরা ৩৫ ভাগে দাঁড়িয়েছে।

 সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি মার্কিন কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে সরকারি শাটডাউন এড়ানোর জন্য মার্কিন কংগ্রেসে যে স্বল্পকালীন বাজেট পাস হয়েছে তাতে রিপাবলিকানরা ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দেয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭