ইনসাইড পলিটিক্স

দুই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাজু-পিংকু


প্রকাশ: 08/10/2023


Thumbnail

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন শাহজাহান আলম সাজু। তিনি আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য। এ ছাড়া লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম ফারুক। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, দুই আসনে মোট ৩০ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ ও জমা দেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একাদশ নির্বাচনে তিনি বিএনপির হয়ে ভোটে লড়েন।

একইরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল (৭৪)। প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান কামাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

পরে আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণা অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসন দুটিতে উপনির্বাচন হবে।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, আইনী বাধ্যবাধকতা থাকায় ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ এবং লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মনোনয়ন জমার শেষ দিন। নির্বাচনে কোনো সিসি ক্যামেরা থাকবে না, ভোট হবে ব্যালটে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭