ইনসাইড বাংলাদেশ

কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশ: 09/10/2023


Thumbnail

মুক্তিযুদ্ধ ও সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক এই সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে তাঁর দল ও বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নি‌বেদন বিকেল পাঁচটায় মুক্তি ভবনে মৈত্রী মিলনায়তনে আলোচনা সভাসহ নানা কর্মসূ‌চি হা‌তে নেয়া হ‌য়ে‌ছে। দলের কেন্দ্রীয় নেতারা এই সভায় অংশ নেবেন। এ ছাড়া তাঁর মৃত্যুবার্ষিকীতে জেলা, উপজেলা ও শাখা সংগঠনকে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সিপিবির কেন্দ্রীয় কমিটি।

কমরেড ফরহাদ ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি মহান ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোয় তিনি মারা যান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭