ইনসাইড গ্রাউন্ড

টি-টেন লিগের ড্রাফটে তামিম ইকবাল


প্রকাশ: 09/10/2023


Thumbnail

বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত সুযোগ হয়নি তামিম ইকবালের। দল বিশ্বকাপে খেলছে আর দেশে তামিম। এরই মধ্যে নতুন খবর তামিমের জন্য। আবুধাবি টি-১০ লিগের ড্রাফটে নাম রয়েছে তার। আবুধাবির এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। এবারের আসরে অংশ নেওয়া ৮ দল হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি।

এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় রয়েছে। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন।

ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরকারি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং আম্বাতি রাইডু। 

ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবীদের মতো তারকারা।

এ বিষয়ে টি-১০ গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি সাইনিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিছু সাইনিং অবাক করেছে। দারুণ সব খেলোয়াড় ড্রাফটের জন্য মুখিয়ে আছে। আশা করছি এবারের আসর গত আসরকে ছাপিয়ে যাবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭