ইনসাইড বাংলাদেশ

বিএনপি নেতা আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করেছে আদালত


প্রকাশ: 09/10/2023


Thumbnail

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকি দেওয়ায় জামালপুরে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে প্রেরন করেছে আদালত।

 

আজ সোমবার বেলা ১২ টার দিকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার আদালতের বিচারক তানভীর আহমেদ  এই আদেশ দেন।

 

মামলার বিবাদী পক্ষের আইনজীবি জানান- বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরে কারাগারের প্রেরনের নির্দেশ দেন আদালত। পরে এই মামলার তিন আসামী জামিনের আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করে বিচারক।

 

১৯ মে রাজশাহীর পুঠিয়াতে বিএনপির এক জনসভায় বক্তব্যের সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির  আহবায়ক  আবু সাঈদ চাঁদ। এছাড়া জামালপুরে বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরীর অভিযোগ এনে ২৩ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৭জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭