ইনসাইড গ্রাউন্ড

সাকিবকে সেরা মানেন সাবেক ইংলিশ অধিনায়ক মরগান


প্রকাশ: 09/10/2023


Thumbnail

প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সকিব ও ইয়ান মরগানের। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক এখন ক্রিকেট থেকে অবসরে। তবে ক্রিকেটের সঙ্গেই যুক্ত আছেন এখনও। ধারাভাষ্যে কক্ষে থাকে নিয়মিতই দেখা যাচ্ছে।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বর্তমানে অবস্থান করছেন ভারতের ধর্মশালায়। সেখানেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন মরগান। এ সময় সাকিবের বেশ প্রশংসা করেছেন তিনি।

মরগান বলছিলেন, '(সাকিব) সে অবিশ্বাস্য ক্রিকেটার-যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। নিজেরা অনেক চাপ নিতে শিখেছে তারা। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭