ক্লাব ইনসাইড

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে সমাবেশ


প্রকাশ: 10/10/2023


Thumbnail

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান গণহত্যা, ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদী সংগ্রাম ‘তুফান আকসা’-এর সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

সমাবেশের একপর্যায়ে অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৯৪৮ সাল থেকে এই ৭৫ বছরে ইসরায়েলী সন্ত্রাসী, বোমাবাদী এবং গুলিবর্ষণকারী বাহিনী লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উৎখাত করে  অবৈধ রাষ্ট্র দখলদারিত্ব কায়েম করেছে। সে অবৈধ রাষ্ট্র নিরীহ ফিলিস্তিদের জীবন নিয়ে টিকে আছে। এখন যে অবৈধ ইসরায়েলীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শান্তি মিশন ‘তুফান আকসা’ ঘোষণা করা হয়েছে তখন পশ্চিমাদের দরদ উতলে পড়ছে। কিন্তু যখন ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনি শিশুদের বুকে গুলি করে রক্তে রঞ্জিত করেছিল, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছিল, ভাইয়ের সামনে বোনকে নির্যাতন করা হয়েছিল তখন এই পশ্চিমাদের দরদ কোথায় ছিল।

তারা আরো বলেন, আজকে পৃথিবীবাসী দেখতে চায় কারা শান্তির পক্ষে আছে আর কারা সন্ত্রাসের পক্ষে আছে। যদি আমেরিকাসহ পুরো পৃথিবী শান্তির পক্ষে আসতে চায় তাহলে অবশ্যই ইসরায়েল কে দখলদার অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭